গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস, বাড়বে কি শীত?

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২২, ১৪:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাঘের বৃষ্টি মানেই শীতের প্রকোপ বাড়ার শঙ্কা। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। এতে দিনে শীতের কাঁপুনি কিছুটা বাড়বে, আর রাতে শীতের মাত্রা কমতে পারে।

শনিবার আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দুই-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেআর/জেবি)