ভিসা পেয়েছেন, আগামী সপ্তাহেই বাংলাদেশে আসছেন সিডন্স

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২২, ১৫:৫৪

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ জেমি সিডন্স আবারও তামিম-মাহমুদউল্লাহদের নিয়ে কাজ করবেন। তবে এবার হেডকোচ হিসেবে নয়, ব্যাটিং পরামর্শকের ভূমিকায় থাকবেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। আর ইতিমধ্যেই নাকি পেয়ে গিয়েছেন বাংলাদেশের ভিসা। ফলে আগামী সপ্তাহেই ঢাকায় আসছেন সিডন্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বাংলাদেশের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই অজি তারকা। সেই ভিডিও বার্তায় সিডন্স বলেন, ‘আমি বাংলাদেশের ভিসা হাতে পেয়ে গেছি। আমার পরবর্তী কোচিং অধ্যায় হবে সেখানে। আশা করছি দুই বছর কাজ করব। অক্টোবরে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ফিরব অস্ট্রেলিয়ায়। আমি জাতীয় দলের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করব, পাশাপাশি তরুণ নিয়েও কাজ করব। আমি শতভাগ নিশ্চিত নই আমার সিংহভাগ সময় কাদের সঙ্গে কাটবে। তবে এটি নিশ্চিত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করব।’

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে বেশ খুশি সিডন্স। কিন্তু দ্বিতীয় ম্যাচে টাইগাররা ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় অবাক হয়েছেন তিনি। তাই এসব দিক নিয়েও কাজ করতে চান এই অভিজ্ঞ কোচ।

এ বিষয়ে সিডন্স বলেন, ‘সম্প্রতি টি-টোয়েন্টি ও টেস্টে বাংলাদেশ কয়েকটি ভালো জয় পেয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়টি ছিল দুর্দান্ত। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে দারুণ ক্রিকেট খেলেছে দল। তবে দ্বিতীয় টেস্টে আগের পারফরম্যান্স ধরে রাখতে পারেনি। আমি নিশ্চিত নই কেন তারা এই জায়গায় উন্নতি করতে পারছে না। আমি আশা করি এ ব্যাপারে আমি তাদের সাহায্য করতে পারবো, যখন ওখানে যাবো।’

উল্লেখ্য, এর আগে জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে, হেরেছে ১৬টি। ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়ের বিপরীতে পরাজয় ছিল ৫৩ ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটের ৮ ম্যাচে সবগুলোই হেরেছিল বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :