বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ৮ কোম্পানি

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২২, ২০:০৬

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬-২০ জানুয়ারি) ব্লক মার্কেটে ৮ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ১৩০ কোটি ২৪ লাখ ৬৬ হাজার টাকার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, ফরচুন সুজ, সোনালী পেপার, আরডি ফুড, প্রভাতী ইন্সুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, বিজিআইসি এবং জেনেক্স ইনফোসিস।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ার লেনদেন হয়েছে প্যারামাইন্ট টেক্সটাইলের ৩৫ কোটি ২৭ লাখ ৪৯ হাজার টাকার, ফরচুন সুজের ২১ কোটি ৭০ লাখ ৬ হাজার টাকার, সোনালী পেপারের ১৫ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকার, আরডি ফুডের ১৫ কোটি ৩৮ লাখ ১১ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ১৩ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৯ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকার, বিজিআইসির ৯ কোটি ৫০ লাখ ৫২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৮ কোটি ৮৬ লাখ ২ হাজার টাকার।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এসকেএস)