১৮ দিনেও সন্ধান মেলেনি শিক্ষার্থী তানজিলার

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২২, ২০:৪৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি তানজিলা বানু (১৬) নামে এক শিক্ষার্থীর। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়েটির বাবা। থানায় ডায়েরি করার ১৫ দিন পেরিয়ে গেলেও এখনো তানজিলার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই মেয়ের সন্ধান পেতে বিভিন্ন স্থানে ঘুরছেন বাবা শামসুর রহমান।

নিখোঁজ তানজিলা বানু উপজেলার ভেটী গ্রামের শামছুর রহমান প্রামানিকের মেয়ে। সে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ছাত্রী।

নিখোঁজ তানজিলার বাবা শামসুর রহমান জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় আমার মেয়ে তানজিলা অংশগ্রহণ করেন। পরীক্ষার রেজাল্টে তানজিলা এক বিষয়ে ফেল করেন। এ নিয়ে মেয়ে তানজিলা মন খারাপ করে থাকলে আমরা তানজিলাকে কয়েকটা কথা বলি এবং তাকে আবার পরীক্ষার দেয়ানোর জন্য প্রস্ততি নিই। গত ৪ জানুয়ারি আনুমানিক ৮টার দিকে মেয়েকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দিলে তার কোন সাড়া-শব্দ না পেয়ে আমি ও আমার স্ত্রী ঘরে গিয়ে দেখি মেয়ে তানজিলা ঘরে নেই। তৎক্ষাণিক আশেপাশের বাড়িতে ও আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাইনি। সেই দিন থেকে সে হঠাৎ করে নিখোঁজ হন। এরপর মেয়ের সন্ধান পেতে রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করেছি। তারপরেও আজ মেয়ের কোন সন্ধান মেলেনি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার মেয়ের খোঁজ পান, তাহলে এই মোবাইল নম্বরে (০১৭২৬-১৫৯৩০৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, থানায় ডায়েরি হওয়ার পর থেকে আমরা মেয়েটির সন্ধানের জন্য চেষ্টা করছি। আশার করছি, দ্রুত মেয়েটি খোঁজ পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এলএ)