ভৈরবে গরু চোর সন্দেহে কিশোর আটক

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২২, ২০:৫২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে গরু চুরির অভিযোগে এক কিশোরকে জুতার মালা দিয়ে রাস্তায় মিছিল করেছেন এলাকাবাসী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামের একটি বাড়িতে সিঁদ কেটে ঘরে ঢুকে গরু চোর। এ চক্রের এক সহযোগীকে আটক করে গলায় জুতার মালা পরিয়ে ঘুরিয়েছেন এলাকাবাসী। গ্রামে শীত এলেই চুরির ঘটনা বেড়ে যায়। গ্রামের বাড়িতে গরু চোরদের হানা পড়ে। আটক কিশোর মানিকদি গ্রামের তাতালচর পূর্বকান্দা গ্রামের সুলতান মিয়ার ছেলে।

এ বিষয়ে নব র্নিবাচিত গজারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সালাম শাহারিয়ার জানান, লোকমুখে শুনেছি শুক্রবার রাতে মানিকদি গ্রামে একটি বাড়িতে গরু চুরি করতে একদল চোর হানা দেয়। এ সময় চোর আসার শব্দ পেয়ে বাড়ির লোকজনের ঘুম ভাঙে। পরে পাশের তাতালচর পূর্বকান্দা গ্রামের এক কিশোরকে চুরির চেষ্টার অভিযোগে হাতেনাতে আটক করে। বয়স বিবেচনায় এবং আত্মীয়স্বজনের অনুরোধে কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান চেয়ারম্যান।

এদিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তাফা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কিশোর গরু চোরকে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেএম)