এবার গণঅনশনের ঘোষণা শাবি শিক্ষার্থীদের

শাবি প্রতিনিধি
ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২২, ২২:১৫

উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার গণঅনশন কর্মসূচির ঘোষণা দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশন ভেঙে আলোচনায় বসতে শিক্ষামন্ত্রীর আহ্বানের পর এমন কর্মসূচি ঘোষণা দিলেন তারা।

শনিবার রাত ৮টায় শিক্ষার্থীদের এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা আসে।

উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অনশনে ইতোমধ্যেই পার হয়েছে ৭৮ ঘণ্টা। অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন শিক্ষার্থী। সমস্যা সমাধানের উপায় নিয়ে শনিবার রাতে রাজধানীর হেয়ার রেডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে শাবি শিক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দীপুমনি। বৈঠক শেষে মন্ত্রী বলেন, আলোচনা হচ্ছে সব সমস্যার সমাধানের একমাত্র উপায়। শিক্ষার্থীদের সব দাবি সম্পর্কে আমরা অবহিত আছি। আমরা প্রত্যাশা করব এবং আমাদের চাওয়া তারা আলোচনায় বসবে। তাদের জন্য আলোচনার দরজা সবসময় খোলা আছে। যদি অনশন অব্যাহত রেখেও কেউ আলোচনায় বসতে চায় তাদের সময় দেব।

মন্ত্রীর বক্তব্যের পরই রাতে সংবাদ সম্মেলন আসেন শিক্ষার্থীরা। গণঅনশনের ঘোষণা দিয়ে তারা বলেন, চারদিন থেকে ২৪টি মানুষ অনশন করছে। তাদের জীবন হুমকির মুখে রেখে উপাচার্য এখনো দায়িত্ব আঁকড়ে বসে আছেন। সুতরাং আমরা তার নতুন নাম দিচ্ছি- ‘বিশ্ব বেহায়া দ্যা সেকেন্ড’। এমনকি প্রথম বেহায়াদের মতোই তাকেও সরিয়ে দেওয়া হবে। যদি সব শিক্ষার্থী মারা যান, তবুও এই নির্লজ্জ উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলন থামবে না।

আন্দোলনকারীদের মধ্যে ইয়াসির সরকার বলেন, আমাদের সহযোদ্ধারা এখন সংকটাপন্ন অবস্থায়। তাদের জীবন হুমকির মুখে। এমন সময়ও উপাচার্য ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছেন। তাই আমরা সবাই গণঅনশন শুরু করব।

এর আগে শনিবার বিকালে উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতীকী মরদেহ নিয়ে কাফন মিছিল করেন শিক্ষার্থীরা।

ঢাকাটাইমস/২২জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :