ওমিক্রন মোকাবেলায় নবীনগরে সিজিবির মাস্ক বিতরণ

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২২, ২২:২৯

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে নতুন করে। বাংলাদেশেও এই ভ্যারিয়েন্টের বিস্তারে জনমনে আতঙ্ক বিরাজ করছে। জনগণকে সচেতন করতে সরকারি পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ বিষয়ে নানাবিধ কর্মসূচি পালন করছে।

এরই অংশ হিসেবে পরিবেশবাদী সংগঠন "ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন"-এর সামাজিক আন্দোলন "ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ (সিজিবি)" নবীনগর ইউনিট শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নবীনগর থানা, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, নবীনগর প্রেসক্লাব, স্থানীয় গুঞ্জন পাঠাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মাঝে ৬০০টি কেএন-৯৫ মাস্ক বিতরণ করেছে।

মাস্ক বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, নবীনগর থানার ওসি আমিনুর রশিদ, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু মোছা ও সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ্, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফসহ নবীনগর উপজেলার সুধি সমাজ সংগঠনটির ভুয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, রোটারি ক্লাব, কাওরান বাজার, ঢাকার আর্থিক সহযোগিতা এবং গরিব ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় সিজিবি তার ১৩টি ইউনিটের মাধ্যমে দেশব্যাপী দশ হাজার KN-95 মাস্ক বিনামূল্যে বিতরণ করার কর্মসূচি পালন করছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :