চুয়াডাঙ্গায় ইঞ্জিনচালিত নৌকাডুবি, যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ০১:০৩

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাঁওড়ে মাছ চাষিদের নৌকাডুবিতে বাদল গোলদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে বাঁওড়ের মাছ পাহারা দিতে তিন যুবক নিজেদের তৈরি স্যালো ইঞ্জিনচালিত নৌকায় উঠে। রাতে পানিতে নৌকা ডুবে তিন যুবক নিখোঁজ হয়। সাঁতার কেটে দুইজন পাড়ে উঠলেও বাদল নিখোঁজ থাকে। রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় জেলেরা জাল দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেন।

নিহত যুবক বাদল গোলদার উপজেলার গঙ্গা দাসপুর গ্রামের রেজাউল গোলদারের ছেলে।

স্থানীয়রা জানায়, জীবননগর বেনীপুর বাঁওড় বন্দোবস্ত নেয়া মৎস্যচাষিরা মাছ চাষ শুরু করে। বেনীপুর মৎস্যজীবী সমবায় সমিতি নামে ওই বাঁওড়টি জনৈক ফয়সাল মাছ চাষ করছে। রাত ৮টার দিকে বাদল, সাজু ও মাসুম নামের তিন যুবক বাঁওড় পাহারা দিতে যায়। বাঁওড়ে পাহারা দেয়ার জন্য একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠে ওই তিনজন। হঠাৎ নৌকাটি ডুবে গেলে তিন যুবক নিখোঁজ হয়। এরই মধ্যে নিখোঁজ দুই যুবক সাজু ও মাসুম সাঁতার কেটে কিনারায় উঠে। তাদের কথায় স্থানীয় জনতা ও মাছ চাষিরা নিখোঁজ বাদলের উদ্ধারে পানির নিচে তল্লাশি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। দীর্ঘিএক ঘণ্টা পানিতে জাল নামিয়ে তল্লাশিকালে বাদলের মরদেহ উদ্ধার করা হয়।

জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খালিদ হোসেন জানান, ইঞ্জিনচালিত নৌকায় তিন যুবক বাঁওড় পাহারা দিচ্ছিল। তাদের নৌকা উল্টে গেলে দুজন সাঁতার কেটে কিনারা ওঠে। অপর যুবক বাদল পানির নিচে তলিয়ে যায়। স্থানীয় জনতার সহযোগিতায় জাল টেনে মরদেহ উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :