সূচকের পতনের সঙ্গে কমেছে লেনদেনও

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২২, ১৫:২৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস  রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইতে রবিবার ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে আগের দিন থেকে ১১৮ কোটি ৭৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পিতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬০১ কোটি ২০ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে  অবস্থান করছে ৭ হাজার ৭৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট কমেছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩০ পয়েন্ট কমেছে।

ডিএসইতে রবিবার মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, দর কমেছে ২৪৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

রবিবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই কমেছে ১০৯ পয়েন্ট। এদিন সিএসইতে ৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসকেএস)