মায়াদ্বীপে স্কুল প্রতিষ্ঠার জের, হামলায় আহত শিক্ষক, শিশুও

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫:৫২ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১৫:৩৮

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক (মায়াদ্বীপ) এলাকায় গত শনিবার গভীর রাতে সন্ত্রাসী হামলায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন- মায়াদ্বীপ শিশু পাঠশালার প্রধান শিক্ষক মরিয়ম আক্তার পাখি, তার দেড় বছরের শিশু কন্যা পারিশা, মো. রাশেদ, পাখির মা নাছিমা বেগম এবং তার ভাই শরীফসহ পাঁচজন।

পরে আহতদের এলাকাবাসী উদ্ধার করে, চিকিৎসার জন্য সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বারদি ইউনিয়নের নুনেরটেক এলাকায় অবস্থিত মায়াদ্বীপ শিশু পাঠশালাটি নিয়ে স্থানীয় সন্ত্রাসী হাসেমের সঙ্গে স্কুল শিক্ষক মরিয়ম আক্তার পাখির মনমালিন্য চলছিল। এরই জের ধরে গত শরিবার গভীর রাতে সন্ত্রাসী হাসেমের নেতৃত্বে স্কুল শিক্ষক মরিয়ম আক্তার পাখির ঘরে আগুন লাগিয়ে দেয়। এ সময় মরিয়ম আক্তার পাখির শিশু সন্তানসহ পাঁচজন আহত হন।

এ ব্যাপারে গতকাল স্কুল শিক্ষক মরিয়ম আক্তার পাখির ভাই শরিফ বাদি হয়ে সোনারগাঁও থানায় সন্ত্রাসী মো. হাসেমসহ ১৬জনকে আসামি করে একটি অভিযোগ করেছেন।

এদিকে স্কুল শিক্ষক মরিয়ম আক্তার পাখি জানান, মায়াদ্বীপ শিশু পাঠশালাটি বন্ধ করতেই সন্ত্রাসী বাহিনী নিয়ে এ হামলার ঘটনাটি ঘটিয়েছেন।

এ ব্যাপারে সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :