লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর উপহার পাবে আরও ১৯৬ পরিবার

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২২, ১৫:৪৪

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ তৃতীয় পর্যায়ে লোহাগাড়ায় আরও ১৯৬ গৃহহীন পরিবার নতুন ঘর পাবেন। রবিবার  সকালে উপজেলার চুনতি  চাঁন্দা এলাকায় নতুন ঘরের কাজ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতুর সার্বিক নির্দেশনায় উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মাসুদ রানা।

এসময় আরও উপস্হিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মাহবুব আলম শাওন ভুঁইয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা সহকারী প্রকৌশলী মুহাম্মদ আকতার হোসাইন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমাসহ অনেকেই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে আর মানুষ গৃহহীন থাকবে না, সেই লক্ষ্যে  আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশের ন্যায় লোহাগাড়ায়ও ১৯৬ টি নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। যাচাই-বাছাই করে প্রকৃত ভূমিহীনদের মাঝে এসব ঘর উপহার প্রদান করা হবে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এসএ)