তহবিল সংকটে মসজিদ বন্ধ

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১৫:৫৫

তহবিল সংকটের কারণ দেখিয়ে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজের মসজিদ বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে মসজিদের ইমামকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

মসজিদটি বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, কলেজে স্কাউট, বিএনসিসি, ক্রীড়াসহ নানা কাজ নিয়মিত চলে। কিন্তু বেতনের অভাবে ইমামকে অব্যাহতি দিয়ে মসজিদ বন্ধ করে দেওয়া সমীচীন হয়নি।

কলেজ সূত্রে জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন ধরে কলেজ মসজিদের তহবিল সংকট রয়েছে। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খলিলুর রহমান ও মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়। এতে মসজিদ বন্ধ এবং ইমাম মাওলানা এমদাদ উল্যাহকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

কলেজ মসজিদটির ইমাম ছিলেন মাওলানা এমদাদ উল্যাহ। তিনি অভিযোগ করে বলেন, স্বল্প বেতনে দীর্ঘদিন ধরে কলেজ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলাম। ছয় মাসের বেতন বকেয়া রেখেই কলেজ অধ্যক্ষ আমাকে অব্যাহতি দিয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চিঠি দেন।

কলেজ মসজিদে নিয়মিত নামাজ পড়তেন এমন কয়েকজন জানান, মসজিদটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের নামাজ পড়তে সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কলেজ মসজিদের তহবিল সংকট রয়েছে। এতে বাধ্য হয়ে মসজিদটি বন্ধ করতে হয়েছে এবং ইমামকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে তার কিছুই করার নেই।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :