নোয়াখালীতে বৃটিশ সৈনিকদের আর্থিক সহায়তা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:০৮

নোয়াখালীতে বৃটিশ সৈনিক ল্যান্স করপোরাল নুর মোহাম্মদসহ ২২ জন সৈনিক ও মৃত সৈনিকদের অসহায় স্ত্রীদের ভাতার আরসিইএল ফান্ডের চেক দেয়া হয়েছে।

রবিবার দুপুরে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড সমন্বিত জেলা (নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) কার্যালয়ে ডিএএসবি সচিব আবদুল কাইয়ুম-এর সভাপতিত্বে ভাতার চেক দেয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল।

২০২০-২১ অর্থ বছরের জন্য সশস্ত্র বাহিনীর প্রাক্তন, অবসরপ্রাপ্ত, শহীদ, মৃত সদস্যদের অসহায় পত্নীদের বিধবা-দুঃস্থ ভাতা পরিশোধের অংশ হিসেবে চেক ও নগদ তিন লাখ ৪৮ হাজার ৬০৩ টাকা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, নাসির উদ্দিন সুনাম, কাউন্সিলর জাহেদুর রহমান শামিম ও ওহিদ উল্যাহ পলাশসহ সশস্ত্র বাহিনীর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/আইএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :