‘ভারত-বাংলাদেশ সম্পর্ক রক্তের’

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:২২

ভোলা সদরের প্রায় আড়াইশ বছরের পুরনো একটি মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। রবিবার সকালে ভোলা সদরের বাপ্তা করুনাময়ী কালীমাতার মন্দির (সর্বতীর্থ ধাম) পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও করুনাময়ী কালীমাতার মন্দির কমিটি আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে রাজেস কুমার রায়না বলেন, ভারতীয়দের কাছে বাংলাদেশের জনগণের ভালোবাসা অনেক। ভারত-বাংলাদেশ রক্তের সম্পর্ক। যেকোন প্রয়োজনে বাংলাদেশের পাশে আছে ভারত।

ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধুপ্রতীম দেশ। যেকোন প্রয়োজনে সবার আগে ভারত পাশে আছে। ১৯৭১ সালে ভারত বন্ধুর মতই বাংলাদেশকে সহযোগিতা করেছে। করোনাকালেও করছে। ভবিষ্যতেও করবে। এই দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাশ নন্দী।

এর আগে গত শনিবার বিকালে ভারতীয় সহকারী হাই কমিশনার ভারতের পক্ষ থেকে ভোলা পৌরসভাকে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স (আইসিইউ) হস্তান্তর করেন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :