মুন্সীগঞ্জে ৮৬০ বোতল ফেনসিডিলসহ চার মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:৫৬

মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকা থেকে চার মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময়ে তাদের কাছ থেকে ৮৬০ বোতল ফেনসিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন- মো. রাশেদ মিয়া, মো. ইব্রাহীম খলিল, মো. রবিউল হোসেন ও মো. উজ্জ্বল মিয়া।

রবিবার বিকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাক পৌনে ১০ টার দিকে র‌্যাব-১০ এর একটি দল মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার নিমতলা বাজার এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ২৫ লাখ ৮০ হাজার টাকা দামের ৮৬০ বোতল ফেনসিডিলসহ মো. রাশেদ মিয়া, মো. ইব্রাহীম খলিল, মো. রবিউল হোসেন ও মো. উজ্জ্বল মিয়া নামের চারজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

আটকদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা ব্যক্তিরা পেশাদার মাদক চোরাকারবারি । এরা বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জের সিরাজদীখানসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে সিরাজদীখান থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :