হাসপাতালে অক্সিজেন সাপোর্টে অভিনেতা তুষার খান

তীব্র শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা তুষার খান। তিনি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত। তার ফুসফুসের ৬০ ভাগ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিনেতাকে বর্তমানে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা ও শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘তুষার ভাই প্রথমে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তিনি গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্টসহ তার বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে।’
অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ‘২০ জানুয়ারি তুষার ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ হয়। প্রথমে তিনি করোনা টেস্ট করাতে রাজি ছিলেন না। পরে অনেকটা জোর করেই পরীক্ষা করানোর পর জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। একদিন বাড়িতে চিকিৎসা নিয়ে শনিবার তুষার ভাই হাসপাতালে ভর্তি হন।’
করোনার তৃতীয় ঢেউয়ে এরই মধ্যে বাংলাদেশের অভিনয় জগৎ থেকে চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এবং ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিনের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়েছে। এবার সামনে এলো তুষার খানের খবর। এই অভিনেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আনিসুর রহমান মিলন।
১৯৮২ সালে ‘আরণ্যক’ নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয়ে পথচলা শুরু তুষার খানের। এরপর দলটির প্রায় সব নাটকে তিনি অভিনয় করেছেন। অভিনয়ের সঙ্গে যুক্ত তিন যুগের বেশি সময় ধরে। এর মধ্যে মঞ্চের গণ্ডি ছাড়িয়ে কাজ করেছেন নাটক এবং সিনেমায়ও। সবখানেই তার অভিনয় দারুণভাবে প্রশংসিত।
ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

৩ জুন শিল্পকলাতে প্রদর্শিত হবে ‘ললাট’

শেষ হচ্ছে অপেক্ষা, মুক্তি পাচ্ছে ‘অমানুষ’

ফেসবুকে তথ্যগুজব: কারা ছড়াচ্ছে জীবিতের মৃত্যুর খবর?

অবশেষে আসছে শিমুল-লামিয়ার সেই মাহেন্দ্রক্ষণ

মাত্র ১২ দিনে কলকাতায় তিন অভিনেত্রীর ‘আত্মহত্যা’

পল্লবী-বিদিশার পর এবার আত্মঘাতী মঞ্জুষা

২৮ বসন্তে সাবিলা নূর

দ্বৈতকণ্ঠে পাবেলের ফের চমক! ভিডিও ভাইরাল

নিপুণ-জায়েদ খান দেখা হয়? কথা হয়?
