আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে বন্ধ ঘোষণা পোশাক কারখানা

ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে একটি পোশাক কারখানা।
রবিবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত হুইজু বাইজিয়া গ্লোব কোম্পানি লিমিটেড নামের কারখানাটি বন্ধ পাওয়া যায়। এর আগে সকালে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের মুখে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বেতন বৃদ্ধির দাবিতে গত ১২ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালন করেন কারখানাটির এক হাজার শ্রমিক। পরে মালিক পক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
এ ব্যাপারে কারখানার অ্যাডমিন অফিসার হাসান বলেন, শ্রমিকরা সুনির্দিষ্ট কোনো দাবি না জানিয়ে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করে। যার কারণে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার, আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, আইন অনুযায়ী প্রতি বছর মূল মজুরির পাঁচ শতাংশ মজুরি বৃদ্ধি হওয়ার কথা। যদিও এই কারখানার শ্রমিকরা মোট মজুরির পাঁচ শতাংশ বেতন বৃদ্ধির দাবি করেছে। তাদের এই দাবি মেনে নেয়া উচিত।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/আইএইচ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সুনামগঞ্জে আ.লীগের তিন উপজেলার সম্মেলন স্থগিত

কুষ্টিয়ায় ছাত্রীনিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দিল স্বামী

ফেনীতে র্যাব-পুলিশের মারামারির ঘটনায় পুলিশের তদন্ত কমিটি

শ্বশুরবাড়িতে জামাইয়ের গলাকাটা লাশ

বগুড়া যুব উন্নয়নে যানবাহন চালনা প্রশিক্ষণ

সিলেটে সাবস্টেশনে পানি, বিদ্যুৎহীন ৪৫ হাজার গ্রাহক

গমবোঝাই লাইটার জাহাজ ডুবল বঙ্গোপসাগরে

জায়গা-জমির বিরোধে ভাগনের হাতে খুন হন মামা
