মেসির ফেরার ম্যাচে রামোসের জাদু, পিএসজির বড় জয়

নতুন বছরে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেলি মেসি। প্রায় একমাস পর বর্ষসেরা এ ফুটবলারের ফেরার রাতে পিএসজি পেয়েছে বড় জয়। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সার্জিও রামোসও পিএসজির জার্সিতে করেছেন অভিষেক গোল।
রবিবার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচটিতে ৪-০ গোলের জয় পায় পিএসজি। পিএসজির হয়ে গোল করেছেন মার্কো ভেরাত্তি, সার্জিও রামোস ও দানিলো পেরেইরা। বাকি গোলটি এসেছে প্রতিপক্ষের ফয়েসের করা আত্মঘাতী।
বিরতির পর মাঠে নামলেও গোলের দেখা পাননি লিওনেল মেসি। সবশেষ লিওনেল মেসি খেলেছেন গত ২২ ডিসেম্বর। এর পর বড়দিনের ছুটিতে চলে গিয়েছিলেন দেশে। এর পর হলো করোনা। ভাইরাসমুক্ত হয়ে অবশেষে মাঠে ফিরলেন আর্জেন্টাইন মহাতারকা।
রবিবার রাতের খেলায় দলের আরেক সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেও গোলের দেখা পাননি।
ঘরের মাঠে বলদখলের লড়াইয়ে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি পিএসজি। গোটা ম্যাচে ৬৯ শতাংশ বল নিজেদের পায়ে রাখে দলটি। গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেও একচ্ছত্র দাপট ছিল স্বাগতিকদের। পুরো ম্যাচে গোলমুখে ২২টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখে পিএসজি। অন্যদিকে রেঁসে ৭ শটের লক্ষ্যে রাখে ৩টি।
এ জয়ে ফরাসি লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযানে ২২ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল পচেত্তিনোর দল। সমান ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিসে। ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৪-তে আছে রেঁসে।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/ইএস)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

জয়ের স্বপ্ন নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

তাইজুলের থ্রোতে রান আউট ওশাদা

স্ত্রীর মুখে মুশফিকের অবসরের ইঙ্গিত!

৪৬৫ রানে ইনিংস ঘোষণা করে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সাড়ে চারশ পেরোলো টাইগাররা

চা বিরতির আগে মুশফিকের সেঞ্চুরি

আইপিএল ছাড়ছেন উইলিয়ামসন

চারশ পেরিয়ে লিড নিল বাংলাদেশ

সেঞ্চুরি হলো না লিটনের, ফিরলেন তামিমও
