বনানীতে স্পা সেন্টার খুলেছিলেন, কেমন চলছে নিপুণের সেই ব্যবসা?

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ১৩:৫৬

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

অর্ধ যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে একেবারেই অনিয়মিত একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ আক্তার। ব্যস্ত হয়ে পড়েন ব্যবসা নিয়ে। ২০১৬ সালে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিজ উদ্যোগে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রীক প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’। গত কয়েক বছর ধরে এই ব্যবসা প্রতিষ্ঠানই তার অন্যতম পেশা ও আয়ের মাধ্যম।

বর্তমানে কেমন চলছেন নিপুণের সেই ব্যবসা প্রতিষ্ঠান? অভিনেত্রী ঢাকাটাইমসকে জানান, গত ছয় বছরে বেশ ভালোভাবেই দাঁড়িয়ে গেছে তার ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’। নায়িকার কথায়, ‘শিল্পী সমিতির নির্বাচনী ব্যস্ততার কারণে কয়েকদিন সেভাবে অফিসে সময় দিতে পারছি না। তবে সর্বক্ষণ খোঁজখবর রাখছি। তাছাড়া দায়িত্বপ্রাপ্ত লোক আছে, ওরা ভালোভাবেই দেখাশোনা করছে।’     

নিপুণ আরও জানান, ‘আমার ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ জন কর্মী কাজ করেন। তাদের সবাইকে প্রতিদিন প্রচুর মানুষকে সেবা দিতে হয়। বনানী এলাকায় খুব পরিচিত আমার ব্যবসা প্রতিষ্ঠানটি।’

এই পরিচিতির পেছনে কি আপনার তারকাখ্যাতি কাজ করেছে? নিপুণ বলেন, ‘মানুষকে ভালো সেবা দিতে না পারলে তারকাখ্যাতি কোনো কাজেই আসে না। যেকোনো ব্যবসার উন্নতি আর পরিচিতির পেছনে পরিশ্রম এবং কাস্টমারদের ভালো সেবা প্রদানই মুখ্য ভূমিকা পালন করে।’

পাশাপাশি একটি সমস্যার কথাও উল্লেখ করেন নিপুণ। নায়িকা বলেন, ‘ইতোমধ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এই সময়ে এক জায়গায় বেশি মানুষের সমাগম বিপজ্জনক। আমার প্রতিষ্ঠানে দূর থেকে মানুষকে সেবা দেওয়ার সুযোগ নেই। স্পা সেন্টারে এসেই সবাইকে সেবা নিতে হয়। তাই করোনার সংক্রমণ বাড়লে প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়।’

২০২০ সালে লকডাউনের সময় ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ সেন্টারটি কয়েক মাস বন্ধ রেখেছিলেন নিপুণ। তবে সে সময় তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের অগ্রিম বেতন দিয়ে দিয়েছিলেন নায়িকা। যাতে করোনাকালে তাদের চলতে কষ্ট না হয়। সে সময় নিপুণ নিজেই গণমাধ্যমকে এসব কথা জানিয়েছিলেন। পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের তিনি প্রতিষ্ঠান চালু করেন।

বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত এই নায়িকা। এবার তিনি অভিনেতা জায়েদ খানের বিপক্ষে সধারণ সম্পাদক পদে লড়ছেন। তার প্যানেল থেকে সভাপতি প্রার্থী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নিপুণের প্যানেলে বিভিন্ন পদে আরও আছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, ডিএ তায়েব, নিরব, ইমন, সায়মন সাদিক, অমিত হাসান শাকিল খান, কেয়া, পরীমনিসহ একঝাঁক তারকা।

২০০৬ সালে ‘রত্নগর্ভা মা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নিপুণ। প্রায় ৬০টির মতো ছবিতে তিনি অভিনয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন দুই বার। নিপুণ শেষ অভিনয় করেন ২০১৫ সালে ‘আপোষহীন’ নামে একটি ছবিতে। পরের বছর থেকে শুরু করেন ব্যবসা। তবে অভিনয়ে অনিয়মিত হলেও এফডিসি ও শিল্পী সমিতির নানা কাজে তার অংশগ্রহণ সবসময়ই ছিল।

ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এএইচ