অর্ধেক জনবল দিয়ে অফিস পরিচালনা শুরু

ইতোমধ্যে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমাবার সচিবালয়ে সরকারি অফিস অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘যেহেতু গতকাল (রবিবার) রাতই সিদ্ধান্ত হলো, তাই পুরোপুরি বাস্তবায়নে দুয়েকদিন সময় লাগবে। এর আগেও প্র্যাকটিস ছিল এভাবে অর্ধেক জনসংখ্যা নিয়ে অফিস করার। তাই এবার এ সিদ্ধান্ত বাস্তবায়নে সমস্যা হবে না।’
বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীরা ভার্চুয়ালি অফিসের কাজ করবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার দিয়ে বাড়িতে রাখা হবে। তবে, সবাই বাসা থেকেই ভার্চুয়ালি অফিসের কাজ করবেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এর আগে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক জনবল দিয়ে কাজ করিয়েছে। এবারও তারা নিজ দায়িত্বে করবে বলে আশা করি। সরকারের প্রধান লক্ষ্য করোনা সংক্রমণ কমিয়ে আনা।’
এছাড়া বাইরে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/কেআর)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

১০০ যাত্রীসহ বগি রেখেই চলে গেছে ট্রেন!

পুলিশ কনস্টেবল জনির জোড়া লাগা হাত সক্রিয় হতে লাগবে কয়েক মাস

জুনে সড়কে প্রাণহানি ৫২৪, মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪২ দশমিক ১৮

পুত্র-কন্যাসহ পদ্মা সেতু দিয়ে প্রথম টুঙ্গিপাড়া সফরে প্রধানমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগে জড়িতরা ছাড় পাবে না: নসরুল হামিদ

শেহবাজের জন্য আম পাঠালেন শেখ হাসিনা, জানা যায়নি কী জাত

‘গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত’

ঢাকা সফর করবেন প্রিন্স চার্লস

যে কারণে শিশুদের বয়সসীমা কমাতে চায় মন্ত্রিসভা কমিটি
