পিকে হালদারের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ১৮:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কানাডায় পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার ও তার সহযোগীদের ঋণ জালিয়াতি ঘটনায় বাংলাদেশ ব্যাংকের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের এই চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন দুদকের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

দুদকে জিজ্ঞাসাবাদ করা চার কর্মকর্তা হলেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির ও এ.বি.এম মোবারক, উপ-পরিচালক মো. হামিদুল আলম এবং সহকারী পরিচালক মো. কাদের আলী।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট ওই কর্মকর্তা ঢাকাটাইমসকে জানান, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা এই চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত বছরের নভেম্বরে ২৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পি কে হালদারসহ ২৯ জনের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ আলাদাভাবে পাঁচটি মামলা হয়।

এছাড়া ২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে আরও একটি মামলা করেন সংস্থাটির তৎকালীন সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এসআর)