তাড়াশে আগুনে পুড়ল কৃষকের ঘর

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ১৯:১৩

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের তাড়াশে দরিদ্র সাবেন আলী নামে এক কৃষকের বসতঘরে বৈদ্যুতিক শর্টশাকিট থেকে আগুন লেগে আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই। এতে ওই কৃষক পরিবারের প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তাড়াশ পৌর এলাকার কোহিত-তেুতুলিয়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত সাবেন আলী জানান, বাড়ির পাশে একটি খামারে সকালে কাজ করতে যাই। হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীদের চিৎকারে বাড়িতে ফিরে দেখি ঘরের মধ্য আগুন জ্বলছে। এ সময় সবাই আগুন নেভানোর জন্য চেষ্টা করি। এছাড়া তাড়াশ ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। ধারণা করছি, বিদ্যুৎ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, শোবার ঘরে থাকা ফ্রিজ, চাল, নগদ ৮৫ হাজার টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, খবর পেয়ে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক দুই লাখ টাকার মতো বলে জানতে পেরেছি।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)