পাঁচ দিন পর নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের পাঁচ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে পপি খাতুন (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় আটক করা হয়েছে তার স্বামীকে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত পপি খাতুন একই উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের তুহিন আলী স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিকালে ভাংবাড়িয়া গ্রামের ফেরিঘাট কারিগরপাড়ার মাথাভাঙ্গা নদীতে এক নারীর মরদেহ ভাসছে এমন সংবাদে ঘটনাস্থল থেকে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিহত পপির স্বামী তুহিনকে আটক করা হয়েছে।
এদিকে, নিহত পপি খাতুনের বাবা নেকবার ভোলার অভিযোগ, সম্প্রীতি বিদেশ যাওয়ার জন্য তুহিন আমাদের কাছে টাকা চায়। আমরা টাকা দিতে না পারায় পপিকে মারধর শুরু করে সে। গত বুধবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় পপি। তাকে খুঁজে না পেয়ে রবিবার রাতে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিই। সোমবার বিকালে জানতে পারি পপির মরদেহ নদীর পানিতে ভাসছে। তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমার মেয়েকে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে তুহিন। আমি তার সুষ্ঠু বিচার চাই।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা

বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক বর্জ্য অপসারণে নির্দেশনা

সিলেটে পানিবন্দি ১৫ লাখ মানুষ, ১৯৯ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের জন্য আশির্বাদ: খাদ্যমন্ত্রী

ফরিদপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ভুয়া ডিগ্রি, চিকিৎসককে লাখ টাকা জরিমানা

যুবলীগ নেতার কাণ্ড!

কুমিল্লা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা
