আদালতের নির্দেশ না মানায় রূপগঞ্জে চার ড্রেজার বন্ধ

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ২০:৪০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কৃষকদের জমিতে জোরপূর্বক বালু ভরাট করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে চারটি ড্রেজার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলার খেয়াঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম।

হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কৃষকদের জমিতে জোরপূর্বক বালু ভরাটের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর, হরিনা, বরুনাসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ও মানববন্ধনে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ আলী, প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান, সদস্য আলতাফ হোসেন, ওমর ফারুক ভুঁইয়া, আব্দুল মতিন ভুঁইয়া, মানিক মিয়া, সুলতানা রাজিয়া, সেলিনা আক্তার রিতা, পিয়ারা বেগমসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/আইএইচ/এলএ)