চট্টগ্রামে গোয়ালঘরে দেশীয় চোলাই মদ, আটক ২ উপজাতি

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২২, ২১:৫২

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম ) প্রতিনিধি, ঢাকাটাইমস

চট্টগ্রামের রাঙ্গুনিয়া-বোয়ালখালী অংশের জ্যৈষ্টপুরায় গোয়ালঘর থেকে দুই হাজার লিটার দেশীয় চোলাই মদসহ দুই উপজাতিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়খোলা জংগল মগপাড়ার অংক্যই মারমার ছেলে আদামং মারমা (৩৪) ও একই এলাকার চিংসানু মারমার ছেলে উলামং মারমা (৩৮)।

বোয়ালখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুব্রতের গোয়ালঘরে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি এসব মদ পাওয়া যায়। এসময় তাদের আটক করা হয়।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/আইএইচ/কেএম)