বিডিএইডের শীতবস্ত্রে দুই শতাধিক ছিন্নমূলের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২২, ২২:১৫

আর্তমানবতার সেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডিএইড’ শীতার্ত মানুষের পাশে দাঁড়াল। সোমবার রাজধানীর পরিবাগে সংগঠনটির পক্ষ থেকে দুই শতাধিক ছিন্নমূল প্রবীণ, শারীরিকভাবে প্রতিবন্ধী ও অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।

তীব্র শীতে কষ্টে ভোগা এসব মানুষের বসবাস সড়কের পাশে ফুটপাতে। ফলে শীতের প্রকোপে তারা একদিকে যেমন দুর্ভোগে পড়েছেন, অন্যদিকে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। তাই শীতার্তদের মাঝে উঞ্চতা ছড়িয়ে দিতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানালেন বিডিএইডের চেয়ারম্যান যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ।

শুভেচ্ছা উপহার হিসেবে কম্বল দেওয়া হয়েছে ছিন্নমূল এসব মানুষকে। এমন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

সংগঠনের সভাপতি বলেন, আমরা বিশ্বাস করি সামাজিক সহানুভূতির অংশ হিসেবে সকল বিত্তবান মানুষ কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

বিডিএইডের (BDAID) উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণের দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাইফুর রহমান সোহাগ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ইমরান খান প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :