করোনায় আক্রান্ত ফরিদপুরের এসপিসহ দুই ইউএনও

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৫

করোনাভাইরাসে আক্রান্ত ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ সদর উপজেলা ও জেলার নগরকান্দা উপজেলার দুই নিবার্হী কর্মকর্তা। তারা সবাই এখন বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

দুই ইউএনও হলেন- নগরকান্দার ইউএনও জেতী প্রু ও সদর উপজেলা ইউএনও মো. মাসুদুল আলম।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান।

জানা যায়, এসপি আলিমুজ্জামান পুলিশ সপ্তাহ উপলক্ষে করোনা সেম্পল দেন। পরে পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

এছাড়া দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) করোনা সিম্পটম দেখা দেয়। পরে তাদের নমুনা পরীক্ষা করার পর পজিটিভ আসে। তারাও আইসোলেশনে আছেন।

ফরিদপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাকসুদুল আলম জানান, সুস্থ আছেন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।

প্রসঙ্গ, এসপি আলিমুজ্জামানসহ সরকারি এই কর্মকর্তাগণ করোনায় ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে জনগণের মাঝে সচেতনা সৃষ্টি, বিনামূল্যে মাস্ক বিতরণ, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা, করোনায় মৃত্যুদের দাফন ও সৎকারসহ বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ২৯৩টি নমুনা পরীক্ষা মধ্যে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১.৬৩ শতাংশ।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :