গেজেট না আসায় শপথ হয়নি ইউপি চেয়ারম্যান সাফিয়ার

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২২, ১৮:০২

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানের মধ্যে ১০ জন শপথ নিয়েছেন। শপথ নিতে পারেননি কৃষ্ণনগর ইউপির আলোচিত চেয়ারম্যান সাফিয়া পারভীনসহ দুজন।

মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কালিগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নেন। শপথ পাঠ করান জেলা প্রশাসক হুমায়ুন কবির।

নলতার চেয়ারম্যানের গেজেট এলেও তিনি দেশের বাইরে থাকায় শপথ নিতে পারেননি। গেজেট না আসায় শপথ নেওয়া হয়নি কৃষ্ণনগরের সাফিয়া পারভীনের। শপথ নেওয়ার ব্যাপারেও রয়েছে সংশয়। তবে খুব দ্রুতই শপথ নিয়ে কার্যক্রম শুরু করবেন বলে শতভাগ আশাবাদী সাফিয়া পারভীন।

গত ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলার ১২ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৃশ্যমান কোনো অনিয়ম দেখা যায়নি। তবে নির্বাচনের পর ভোট গণনা এবং ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন কৃষ্ণনগর ইউপির ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিএম রবিউল্যাহ বাহার।

একপর্যায়ে রবিউল্যাহ বাহার হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট তার পিটিশনের প্রেক্ষিতে আদেশ প্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে বিবাদীদের আইনগত ব্যাখ্যা উপস্থাপন করাসহ বিজয়ী ঘোষিত চেয়ারম্যান সাফিয়া পারভীনের গেজেট স্থগিত করেন।

ইউনিয়নবাসী জানায়, সাফিয়া পারভীন কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনের কন্যা। মোশাররফ হোসেন দুর্বৃত্তের হাতে নিহতের পর সাফিয়ার মা আকলিমা খাতুন চেয়ারম্যান নির্বাচিত হন। তবে মা চেয়ারম্যান হলেও ইউনিয়নের বিচার-শালিস থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন সাফিয়া। এমনকি বিভিন্ন কাগজপত্রে মায়ের স্বাক্ষর নিজেই করেন। এ ঘটনায় ২০২০ সালে স্থানীয় দৈনিক পত্রিকায় ‘কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মা না মেয়ে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসেন সাফিয়া।

এলাকাবাসী জানায়, এবার নির্বাচনে সাফিয়া পারভীন অংশগ্রহণ করেন। নির্বাচনে পরাজিত হতে পারেন এমনটি ভেবে কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে ভোট গণনায় অনিয়ম করে বিজয়ী হওয়ার চক্রান্ত করেন তিনি।

এ বিষয়ে সাফিয়া পারভীন বলেন, পরাজিত প্রার্থী আমাকে হয়রানি করতে হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। এ কারণে আমার শপথ গ্রহণ স্থগিত রয়েছে। তবে আমি আদালতে আপিল করেছি। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। নির্বাচন কমিশনে সেই কপি জমা দিয়েছি। গেজেট হতে পেতে একটু সময় লাগবে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/আইএইচ)