ফরচুন বরিশালে খেলতে বুধবার ঢাকায় আসছেন মুজিব

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২২, ১৯:২৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২, ১৯:৩৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে আজ। আর দেশের খেলা শেষ করেই ফরচুন বরিশালের হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে খেলতে আগামীকাল(মঙ্গলবার) ঢাকায় আসছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান।

আস্তর্জাতিক সুচির কারণে বিপিএলের ঢাকা পর্বে বরিশালের হয়ে খেলতে পারেননি মুজিব। দোহাতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের  শেষ ম্যাচে আজ খেলছে আফগানিস্তান। জাতীয় দলের খেলা শেষে কাল ঢাকা আসবেন মুজিব।

আজই শেষ হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। ২৮ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। ২৯ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নামবে ফরচুন বরিশাল। ঐ ম্যাচ থেকে মাঠে দেখা যেতে পারে মুজিবকে।

বরিশালে সাকিব আল হাসান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো-আলজারি জোসেফের মত তারকাদের সঙ্গী হবেন মুজিব। টি-টোয়েন্টিতে বেশ কার্যকরী বোলার মুজিব। ১৬৪টি টি-টোয়েন্টিতে ১৮০ উইকেট শিকার করেছেন তিনি।

সদ্যই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন মুজিব। ব্রিজবেন হিটের হয়ে ১১ ম্যাচে ৮ উইকেট নেন তিনি। আর নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২ ও ৪ উইকেট নিয়েছেন মুজিব।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এমএম)