দৈনিক লেনদেনের সীমা বেঁধে দিল গুগল পে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৯:৪১ | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ০৯:৩৪

অ্যাপ ভিত্তিক পেমেন্টে সার্ভিস গুগল পে ভারতে দৈনিক লেনদেনের সর্বোচ্চ সীমা বেঁধে দিল।সম্প্রতি আর্থিক লেনদেনে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের এই পেমেন্ট সার্ভিস।

এক দিনে সর্বোচ্চ কত আর্থিক লেনদেন করতে পারবেন তা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও এই দিনে সর্বোচ্চ কত পরিমাণ আর্থিক লেনদেন করা যাবে সেই সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

ভারতে গুগল পের মাধ্যমে ইউপিআই ছাড়া ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক লেনদেন করা সম্ভব। নতুন নিয়মে একদিনে সর্বোচ্চ ১ লক্ষ রুপি গুগল পে এর মাধ্যমে পাঠানো যাবে। এছাড়াও দিনে ১০টির বেশি আর্থিক লেনদেন এই অ্যাপ থেকে করা যাবে না। এছাড়াও এক দিনে ২,০০০ রুপির বেশি কারও কাছে গুগল পে এর মাধ্যমে চাওয়া যাবে না।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা