বাসের প্রতিযোগিতায় কিশোর নিহত: দুই চালক গ্রেপ্তার

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২২, ০৯:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইম

রাজধানীর মগবাজারে বাসচাপায় ভ্রাম্যমাণ মাস্ক বিক্রেতা কিশোর রাকিবের (১৪) মৃত্যুর ঘটনায় প্রতিযোগিতায় লিপ্ত দুই বাসের চালক গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন মো. মনির হোসেন ও মো. ইমরান হোসেন।

রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার করা হয়েছে মো. মনির হোসেনকে। আর মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে ইমরান হাসানকে।

মঙ্গলবার র‌্যাবের এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বুধবার বেলা সাড়ে ১১টায় র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষেয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২০ জানুয়ারি রাজধানীর মগবাজার মোড়ে আজমেরি পরিবহনের তিনটি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। এসময় সামনের দুটি বাসের মাঝখানে চাপা পড়ে রাকিব।  রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে  ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাকিব বাসে ও রাস্তায় ঘুরে মাস্ক বিক্রি করতো।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এফএ/ইএস)