বিদেশে অর্থপাচারকারী ৬৯ জনের তথ্য দিল বিএফআইইউ

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২২, ১৬:৪৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২২, ১৬:৫৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিদেশে অর্থপাচারে জড়িত ৬৯ জন বাংলাদেশির তথ্য হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এরমধ্যে পানামা পেপারসে ৪৩ এবং প্যারাডাইস পেপারসে ২৬ জনের নাম রয়েছে।

বুধবার হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এই তালিকা জমা দেওয়া হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তালিকায় বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর দুই ছেলে ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন চৌধুরীর নাম রয়েছে।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর বাংলাদেশ থেকে বিদেশের বিভিন্ন ব্যাংক বিশেষ করে সুইস ব্যাংকসহ সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই ও সংযুক্ত আরব আমিরাতে যেসব টাকা পাচার হয়েছে তার তথ্য নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের প্রতিবেদন জমা দেয়। পরে আরও সময় নেয় বিএফআইইউ ও দুদক।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/জেবি)