দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত বিমান উদ্ধারে মরিয়া যুক্তরাষ্ট্র

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৪১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

উড্ডয়নের সময় দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দ্রুত উদ্ধার করে নিজেদের আয়ত্তে নিতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র।

গত সোমবার নিয়মিত ফ্লাইট অপারেশনের অংশ হিসেবে এফ-থারিট ফাইভ মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমানটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়। এই ঘটনায় পাইলটসহ ছয় ক্রু আহত হন।

মারিকন নৌবাহিনী জানিয়েছে, সোমবার রুটিন ফ্লাইট পরিচালনার সময় অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটি ক্র্যাস করে। এই ফাইটার বিমানটির মূল্য প্রায় একশ মিলিয়ন ডলার। ক্রাশ করার সময় পাইলট বের হয়ে আসায় সেটি ১ লাখ টন বিমানবাহী নৌবহরে প্রভাব ফেলে। আর এর ফলে পাইলটসহ ছয়জন আহত হয়।

সিএনএন জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি উদ্ধারে বেগ পেতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। চীনের হস্তগত হওয়ার আগেই বিমানটি উদ্ধার করতে মরিয়া তারা। বিমানটি উদ্ধারে মার্কিন নৌবাহিনী পুনরুদ্ধার অভিযানে নামছে বলে জানিয়েছেন মার্কিন ৭ম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট নিকোলাস লিঙ্গো।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছে বেইজিং। কিন্তু যুক্তরাষ্ট্র এক্ষেত্রে নানাভাবে বাধা সৃষ্টির চেষ্টা করছে। তাদের নৌবাহিনী এফ-থার্টি ফাইভ বিমানটির ২০১৯ সালে অপারেশন শুরু করেছিল।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এমআই/ডিএম)