রাজধানীতে ২৮ কেজি গাঁজাসহ ছয় মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ১৯:৪৫

রাজধানীর শ্যামপুর ও মানিকগঞ্জের সিংগাইর থেকে ছয়জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময়ে তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, সাতটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ১০০ টাকা জব্দ করা হয়। বুধবার বিকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বাচ্চু মিয়া, সোহেল ভুইয়া, রাজন মিয়া, শাকিল খান, জাহাঙ্গীর আলম ও পিয়াল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে নয়টার দিকে র‌্যাব-১০ এর একটি দল ঢাকার শ্যামপুর থানার জুরাইন এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে আট লাখ ৪০ হাজার টাকা দামের ২৮ কেজি গাঁজাসহ বাচ্চু মিয়া ও সোহেল ভুইয়া নামে দুজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত র‌্যাব-১০ এর ওই দলটি মানিকগঞ্জের সিংগাইর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে পাঁচ লাখ এক হাজার টাকা দামের ১০০২ পিস ইয়াবাসহ রাজন মিয়া, শাকিল খান, জাহাঙ্গীর আলম ও পিয়াল হাসান নামে চারজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটকরা পেশাদার মাদক চোরাকারবারি । তারা বেশ কিছুদিন ধরে শ্যামপুর ও সিংগাইরসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্যামপুর ও সিংগাইর থানায় আলাদা দুটি মাদক মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

ভাষানটেকে অগ্নিদুর্ঘটনা: মায়ের পর স্ত্রীও না ফেরার দেশে

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যু

ঈদ-নববর্ষে নিরাপত্তা: পুলিশ সদস্যদের তৎপরতায় সন্তুষ্ট ডিএমপি কমিশনার

হাতিরঝিল থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

কামরাঙ্গীরচরে নষ্ট ও পচা উপকরণে তৈরি হচ্ছিল সস, কারখানা সিলগালা

এই বিভাগের সব খবর

শিরোনাম :