বয়স্কদের করোনায় ঝুঁকি সবচেয়ে বেশি, তাদের সুরক্ষিত রাখার কৌশল জানুন

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ০৮:৩৯

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস

এখন করোনায় আক্রান্ত হয়ে যারাই হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে বেশিরভাগই ষাটোর্ধ্ব। এদের ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু অনেকেরই বেশ খারাপ হচ্ছে।
এর অন্যতম কারণ হল, বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। উপরন্তু অনেকেরই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর পেরিয়ে গিয়েছে বহু মাস। নেওয়া হয়নি বুস্টারও ডোজও।

বয়স্কদের অনেকেরই কোমর্বিডিটি আছে। অনেকেরই হয়ত হার্টের সমস্যা আছে,। ফুসফুস বা লিভারের সমস্যা আছে। হয়ত ডায়ালিসিস চলছে। তাঁদের ক্ষেত্রে রোগটা মারাত্মক হচ্ছে।

অনেক বয়স্ক মানুষই কিন্তু বিছানায় শয্যাশায়ী। তারা নিজেরা তেমন কিছু করে উঠতে পারেন না। তাই তারা করোনা আক্রান্ত হলেও কাউকে পরিচর্যা করতে হবে।

করোনা আক্রান্ত বৃদ্ধ-বৃদ্ধাদের একা ছাড়লে চলবে না। সারাদিন তাপমাত্রা মনিটর করতে হবে। জ্বর এলেই টেস্ট করাতে হবে। অপেক্ষা করলে চলবে না। অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে বুকে ব্যথা, মাথা ঘুরে পড়ে যাওয়া বা স্ট্রোক হচ্ছে। সেই উপসর্গ নিয়ে আসার পর দেখা যাচ্ছে তারা করোনা পজিটিভ।

আপনার বাড়িতে কেউ বয়স্ক থাকলে নিজেরাও ভ্যাকসিন নিয়ে নিন। পরিচারকরাও যেন ভ্যাকসিনেটেড হন।

বয়স্ক মানুষদের ভ্যাকসিন দেওয়ান। ওদের কাছাকাছি থাকাটা অত্যন্ত জরুরি। কারণ ওরা অনেক সময়ই নিজের অসুবিধের কথাটা বলে উঠতে পারেন না।

বাড়িতে অক্সিজেন স্যাচুরেশন ৩-৪ বার মাপতে হবে। পালস রেট মাপতে হবে। পরিমাণমতো খাওয়া-দাওয়া করছেন কিনা নজর রাখতে হবে। মল-মূত্র ঠিকঠাক হচ্ছে কিনা নজর রাখতে হবে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এজেড)