করোনায় আক্রান্ত চার মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ১৪:২৯

করোনায় আক্রান্ত হয়েছেন মন্ত্রিসভার একাধিক সদস্য। বর্তমানে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত। আক্রান্ত হয়েছেন মন্ত্রিপত্নিরাও। তবে আক্রান্তরা সবাই শারীরিকভাবে ভালো আছেন।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেছেন।

উপসর্গ থাকায় গতকাল বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি জানানো হয়। উপসর্গ নিয়ে সরকারি বাসায় আইসোলেশনে আছেন তিনি। রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শাহাব উদ্দিন।

এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন। ২০২০ সালের ১২ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদেরও সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী ও তার স্ত্রী ড. সোহেলা আক্তার দুজনই মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

এক সপ্তাহ আগে ২০ জানুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা শনাক্ত হয়। মন্ত্রীর মেয়ে এবং সহধর্মিণীও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের বাসায় চিকিৎসাধীন আছেন।

এর আগে ২০২০ সালের ৬ জুন একবার করোনায় আক্রান্ত হয়েছিলে বীর বাহাদুর। এ নিয়ে দুইবার করোনা শনাক্ত হলো মন্ত্রীর।

একইদিনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারেরও করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বর্তমানে ঢাকায় সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

বুধবার ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমেছে। এর আগের দিনের তুলনায় ওইদিন প্রায় ৫০০ জন কম শনাক্ত হয়। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জনের। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ১৬ হাজার ৩৩ জনের। গত এক দিনে করোনায় মারা গেছেন ১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় দেশে মোট মারা গেছেন ২৮ হাজার ২৭৩ জন। আর মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/বিইউ/এফএ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

বোনের পর চলে গেল শিশু তাওহিদও, মৃতের সংখ্যা বেড়ে ১১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

‘আর সহ্য করতে পারছি না’ বলেই সাত তলা থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

এনএসআই’র নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

বাংলাদেশে রপ্তানির জন্য ১৬৫০ টন পেঁয়াজ কিনবে ভারত সরকার

যারা আমার মায়ের হাতে খাবার খেত, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে: প্রধানমন্ত্রী

ঢাকার ৫৫০ বিআরটিসির বাস ঈদে সারাদেশে চলবে

এই বিভাগের সব খবর

শিরোনাম :