লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ১৫:১৭

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬১ কোটি ১৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লেনদেন হয়েছে ৬১ কোটি লাখ ২ হাজার টাকার।

শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে কুইন সাউথ।কোম্পানিটি ৫০ কোটি ৭৯ লাখ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

আজ লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং, আরএকে সিরামিক, ফুয়াং ফুড, পাওয়ার গ্রিড, সাইফ পাওয়ার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এবং এশিয়া ইন্সুরেন্স।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এসকেএস)