কুষ্টিয়ায় ব্যবসায়ীকে খুনে ব্যবসায়ীর যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৬:৩৫ | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৪৯

কুষ্টিয়ার দৌলতপুরে জহিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম রফিকুল ইসলাম। তিনিও একজন ব্যবসায়ী। এছাড়া তার ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে রায়ে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল উপজেলার দড়িপাড়া গ্রামের মৃত রসুল মন্ডলের ছেলে।

জানা যায়, হাকিমপুর বাজারে জহিরুলের সঙ্গে ভূষি মালের ব্যবসা করতেন রফিকুল। ব্যবসায়িক হিসাবনিকাশকে কেন্দ্র করে ছয় বছর আগে জহিরুলের সঙ্গে আসামির তর্কাতর্কি হয়। বিষয়টি মীমাংসার জন্য ২০১৬ সালের ২১ জুন রাতে রফিকুলের বাড়িতে যান জহিরুল। কখন হাসুয়া দিয়ে জহিরুলকে কুপিয়ে হত্যা করে রফিকুল।

ঘটনার পরদিন জহিরুলের স্ত্রী শাহনাজ শারমিন নিপা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় রফিকুলকে একমাত্র আসামি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১১ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম। সাক্ষ্যপ্রমাণ শেষে ২৭ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন বিচারক। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার আদালত মামলাটির রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :