গ্রামীন ওয়ান: স্কিম টুর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ১৭:৪১

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীন ওয়ান: স্কিম টু দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়।

তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৩৫ টাকা। যা গত বছর একই সময়ে ছিল ০.৪৪ টাকা (রি- স্টেটেড)।

এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৮৭ টাকা।

যা গত বছরের একই সময়ে ছিল ০.৭৪ টাকা (রি-স্টেটেড)।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এসকেএস)