চুয়াডাঙ্গায় চার ইটভাটাকে জরিমানা

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ১৮:৫২

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে চুয়াডাঙ্গা সদর উপজেলার দুটি ও দামুড়হুদা উপজেলার দুটি ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। এর মধ্যে সদর উপজেলার এপেক্স ইটভাটাকে দুই লাখ টাকা, এমএএস ইটভাটাকে তিন লাখ টাকা, দামুড়হুদা উপজেলার এমএমএন্ডবি ইটভাটাকে দুই লাখ ৫০ হাজার টাকা ও রাইসা ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন, পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/কেএম)