ভোট কেন্দ্রে সাংসদপুত্রের যাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২২, ১৮:৫৫

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পুত্র আসিবুর রহমান খানের একটি ভোট কেন্দ্রের ভেতরে যাওয়া-আসাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে ।

খবর পেয়ে দ্রুত র‌্যাব, দাঙ্গা পুলিশ, ডিবিসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেন। এসময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান জানান, রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বেলা ১১টার দিকে এমপি শাজাহান খান পুত্র আসিবুর রহমান খান তার লোকজন নিয়ে নৌকা প্রতীক রেজাউল করিম শাহিন চৌধুরীর পক্ষে ভোট কেন্দ্রে যাওয়া-আসা নিয়ে প্রতিপক্ষ আনারস প্রতীক মহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমানের সাথে বাক-বিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের সুমন শেখ ও এনামুল হককে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় এবং হারুন চৌধুরী, রিপন শেখ ও সাগর হোসেন উজির স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।

এ ব্যাপারে সাংসদপুত্র আসিবুর রহমান খান বলেন, ‘আমি পর্যবেক্ষক কার্ড নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলাম। তখন কিছু লোকজন আমার ওপর হামলার চেষ্টা করে। পরে আমি বিষয়টি বুঝে তাদের শান্ত করেছি। এমন ঘটনা আশা করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন চাই।’

তবে মহাসিন মিয়ার সমর্থক মিজানুর রহমান জানান, ‘আসিব খান তার সাঙ্গপাঙ্গ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দেয়ার পাঁয়তারা করছিল। আমরা বাধা দিলে বাকবিতণ্ডা হয়। পরে সে ঘটনাস্থল থেকে চলে যায়। এতে কিছু লোক সামান্য আহতও হয়। সাংসদপুত্রের এমন ব্যবহার খুবই কষ্টদায়ক।’

এ ব্যাপারে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান আরো জানান, ‘মাদারীপুর জেলা প্রশাসকসহ আমি ঘটনরাস্থল পরিদর্শন করেছি এবং পরিস্থিতি সামাল দিতে একজন ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েক মিনিট ভোটগ্রহণ স্থগিত হলেও ভোটে কোন প্রভাব পড়েনি।’

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :