ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু বিএসইসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১০:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বৃত্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী ২০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা এক বছরের জন্য বৃত্তি পাবেন। পরে তা নিয়মিত নবায়নের সুযোগ থাকবে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম গত মঙ্গলবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ৭ লাখ ২০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন। বুধবার কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সমাজের সকল পর্যায়ের মানুষের অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিএসইসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে অনুষ্ঠানে জানান শিবলী রুবাইয়াতুল।

মেধাবী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি দিতে এগিয়ে আসায় বিএসইসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়তে শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদার করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ গবেষণা তহবিল গঠনে এগিয়ে আসার জন্য উপাচার্য বিভিন্ন করপোরেট হাউজগুলোর প্রতি আহ্বান জানান।

উপাচার্য দপ্তরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :