চাঁদে আছড়ে পড়তে পারে ৪ টন ওজনের রকেট!

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২২, ১১:৩৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ইউএস ডিপ স্পেস ক্লাইমেট অবসারভেটরি (ডিএসসিওভিআর)কে মহাকাশে পৌঁছানোর জন্য ২০১৫ সালে উৎক্ষেপণ করা হয় এলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর ফ্যালকন রকেট বুস্টার। সেই থেকে চাঁদ ও পৃথিবীর পরিমণ্ডলে ভেসে বেড়িয়েছে এটি।

কয়েক সপ্তাহের মধ্যে তিন থেকে চার টন ওজনের ১৫ মিটার লম্বা এ রকেট চাঁদের উল্টোপিঠে আছড়ে পড়তে পারে। এতে আশঙ্কা দেখা দিয়েছে ভারতীয় মহাকাশযান ‘চন্দ্রযান’- এর জন্য। খবর আনন্দবাজারের।

মহাকাশবিজ্ঞানীরা ধারণা করছেন, চাঁদে আছড়ে পড়ার আগে ফ্যালকন ৯ রকেটটির ভগ্নাংশ চন্দ্রযান বা নাসার লুনার রিকনেস্যান্স অরিবিটারের সঙ্গে ধাক্কা লাগতে পারে। এই দু’টি মহাকাশযান চাঁদকে প্রদক্ষিণ করে বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করছে। ফ্যালকন ৯-এর কোনও অংশের সঙ্গে ধাক্কা লাগলে বড় ক্ষতি হতে পারে ভারতীয় ও আমেরিকান মহাকাশযানের।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এফএ)