এফডিসিতে এত নিরাপত্তার দরকার ছিল না: কাঞ্চন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৫:০৯ | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১৫:০৫

শুক্রবার সকাল থেকে কড়া নিরাপত্তায় এফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের ভোটগ্রহণ। সেখানে মোতায়েন করা হয়েছে ৩০০ পুলিশ সদস্য। যাদেরকে দুই ভাগে ভাগ করে এফডিসির মূল ফটকের সামনে এবং ভেতরে দায়িত্ব দেওয়া হয়েছে। এত পরিমাণ পুলিশ শিল্পী সমিতির বিগত কোনো বছরের নির্বাচনে মোতায়েন করা হয়নি।

কিন্তু নির্বাচন উপলক্ষে এফডিসিতে এত কড়া নিরাপত্তা দরকার ছিল না বলে মন্তব্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি এবার একটি প্যানেল থেকে সভাপতি পদপ্রার্থী। নির্বাচনে নিরাপত্তার বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাঞ্চন বলেন, ‘এফডিসিতে সকালে এফডিসিতে ঢুকে মনে হযেছে এখানে যুদ্ধ হবে! এত নিরাপত্তা তো দরকার নেই। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না। তাই নিরাপত্তা একটু কম হলে ভালো হতো।’

এর আগে সকালে এফডিসিতে ঢুকে ইলিয়াস কাঞ্চনই সর্বপ্রথম ভোট দেন। এরপর অন্য ভোটররা ভোট দিতে শুরু করেন। ভোট দেওয়ার পর অভিনেতা বলেন, ‘আশা করছি ভোটাররা সঠিক প্রার্থীকেই ভোট দেবেন। ভবিষ্যত তো বলা যায় না। তবে এখনো পর্যন্ত ভালোই দেখছি সার্বিক অবস্থা। ভোটাররা আসলে আরও ভালোভাবে পরিস্থিতি বোঝা যাবে।’

দীর্ঘ ৩২ বছর পর শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। এর আগে ১৯৮৯ সালে তিনি সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি লড়ছেন সভাপতি পদে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খল অভিনেতা মিশা সওদাগর। যিনি গত দুই মেয়াদে সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। এবার ফের একই পদে নির্বাচন করছেন।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

যেভাবে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ছক কষা হয়

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞায় পরিচালকদের তীব্র ক্ষোভ

নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

এই বিভাগের সব খবর

শিরোনাম :