খুলনাকে ১৪৪ রানের টার্গেট দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১৫:৩২

দুই দিনের বিরতির পর আবার মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) খেলা। চট্টগ্রামপর্বের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করেছে। ফলে জিততে হলে খুলনার প্রয়োজন ১৪৪ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার কেন্নার লুইস। আউট হওয়ার আগে করেন মাত্র ১ রান।

পরের উইকেটে আফিফ হোসেনকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন উইল জ্যাক। ২৩ বলে ২৮ রান করে পেরেরার বলে বোল্ট হন জ্যাক। এরপর আফিফকে সঙ্গ দিতে পারছিলেন না কেউই। একের পর এক উইকেটের পতন ঘটলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ৪ রানে সাব্বির, ৬ রানে মিরাজ, ৫ রানে হাওয়েল এবং ২ রানে ফেরেন শামীম। পরের ব্যক্তিগত ৪৪ রান করে আউট হন আফিফও।

১০২ রানে ৭ উইকেট হারানোর পর ব্যাট হাতে দলকে কিছু গুরুত্বপূর্ণ রান এনে দেন দলের ব্যাটিং অলরাউন্ডার নাঈম ইসলাম। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৫ রানে। এদিকে ১২ রান করে মাঠ ছাড়েন শরিফুল।

খুলনার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন থিসারা পেরেরা। এছাড়া একটি করে উইকেট নেন পাঁচজন বোলার।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :