সহায়তা বন্ধে মার্কিন আইনপ্রণেতাদের চিঠি লিখেছেন ফখরুল: তথ্যমন্ত্রী

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২২, ১৭:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে মার্কিন আইনপ্রণেতাদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লিখেছেন বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন অভিযোগ করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব বাংলাদেশে মার্কিন সহায়তা বন্ধের জন্য নিজের স্বাক্ষরে মার্কিন আইনপ্রণেতাদের কাছে ও বিভিন্ন দপ্তরে চিঠি লিখেছেন যাতে বাংলাদেশে সাহায্য দেয়ার বিষয় পুণর্মূল্যায়ন করা হয়।

মির্জা ফখরুলের এই কাজ দেশবিরোধী উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দলের মহাসচিব কিভাবে দেশকে সাহায্য দেয়া বন্ধের পুণর্মূল্যায়নের জন্য বিদেশে চিঠি লেখে, তারা আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে! এরা দেশের ষড়যন্ত্রকারী, এরা দেশবিরোধী।

রাজনৈতিক ভবিষ্যত শঙ্কিত বলেই বিএনপি ষড়যন্ত্র ও অপপ্রচারে মেতে রয়েছে বলেও দাবি করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেও বিএনপি-জামাত খুশি তো নয়ই বরং আতঙ্কিত। কারণ, শেখ হাসিনার এই সাফল্যে দেশের মানুষ খুশি, তাই তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ও আতঙ্কিত। এই কারণে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারা রীতিমতো পয়সা খরচ করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কারই/আইএম