না.গঞ্জে পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৮:৪৩ | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১৭:২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁও রোডের মদনপুর এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার বিকাল সোয়া পাঁচটায় মদনপুর এলাকার অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির বিপরীতে জাহিন গার্মেন্টস ফ্যাক্টরি নামের পোশাক কারখানায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খাতুন ঢাকাটাইমসকে বলেন, বিকাল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিস আগুনে লাগার খবর পায়। বিকাল পৌনে পাঁচটায় দমকলের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পোশাক কারখানার তিনটি দোতলা ভবন-এর প্রথম এবং দ্বিতীয় তলায় আগুন লেগেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কারই/আইএম/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :