নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি রহিম, সম্পাদক আজম

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১৭:৪০

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল পরিষদ নিরষ্কুশ জয় পেয়েছে। ভোটগ্রহণ শেষে সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি পদে ১১টিতে জয় পেয়েছে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদ একটি যুগ্ম সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও দুইজন সদস্য পদসহ চারটিতে জয় পেয়েছেন।

শুক্রবার সকালে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মালেক।

এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফলে ৩৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আব্দুর রহিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদ প্রার্থী এ কে এম সিরাজুল ইসলাম পেয়েছেন ২১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী প্যানেলের আজম খান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ পরিষদ প্রার্থী গুলজার আহমদ জুয়েল পেয়েছেন ২১৬ ভোট।

এদিকে, সিনিয়র সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত সামছুদ্দিন আহমদ ৩৫৯ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নির্মল চন্দ্র মজুমদার পেয়েছেন ১৮৭ ভোট। সহ-সভাপতি পদে ৩১৭ ভোট পেয়েছেন বিএনপি প্রার্থী আলী হোসেন, আ.লীগ প্রার্থী মো. হোসেন পেয়েছেন ২৩১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আ.লীগ প্রার্থী সহিদ উল্যা বাবু ২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, জামায়াত প্রার্থী তাকরীর হোসেন পেয়েছেন ২৬২ ভোট। ২৯০ ভোটে সহ-সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি সমর্থিত ছারওয়ার উদ্দিন দিদার, ২৯০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন আ.লীগের আরিফুল হক, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ৩২৪ ভোট প্রাপ্ত বিএনপির জাকির হোসেন রহিম, ৩৩৮ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন বিএনপির ওমর খালেদ, আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন ৩২৯ ভোট প্রাপ্ত বিএনপির আবদুল খালেক মিরণ।

এছাড়াও সদস্য পদে আ.লীগের রেজাউল করিম মিয়াজি ২৬৩, বিলকিস জাহান সূচী ২৬২, বিএনপি এএনএম এনাম হোসেন ৩০১, আবুল হাসান ২৫৩ এবং জামায়াতের ইদ্রিস মোল্লা ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা আইনজীবী সমিতির সদস্যের মধ্যে ৫৮১ জন ভোটারের মধ্যে ৫৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল স্বমন্বয়ে গঠিত কমিটিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :