বার্জার পেইন্টসের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২২, ১৮:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের ২০২১ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভাটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বার্জার পেইন্টস বাংলাদেশে৩র অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকের ২০২১ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৫২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ টাকা ৪৫ পয়সা।

অপরদিকে, ২০২১ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৬ টাকা ৩ পয়সা।

২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩৮ টাকা ৪৫ পয়সা।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কারই