চুয়াডাঙ্গায় পিকআপচাপায় প্রাণ গেল শিশুর

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২২, ১৮:৫০

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রশিক্ষণ নেয়ার সময় পিকআপভ্যান চাপায় জিসান আহমেদ (৯) নামে এক শিশুর নিহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জিসান উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের পূর্বপাড়ার আলী হকের ছেলে। এসময় পিকআপের চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা পিকআপটি ভাঙচুর করে। পুলিশ প্রশিক্ষণার্থী তিতাসকে আটক করেছে। পিকআপটি জব্দ করে জামজামি পুলিশ ক্যাম্পে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন ক্যাম্পটির ইনচার্জ জামির আলী।

আটক প্রশিক্ষণার্থী তিতাস (১৮) আলমডাঙ্গা উপজেলায় বেলগাছি গ্রামের বানাত আলীর ছেলে।

ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, বিনোদপুর বিদ্যালয়ের মাঠে তিতাস নামে প্রশিক্ষণার্থী পিকআপ চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল চালক। মাঠটি বাড়ির পাশে হওয়ায় জিসানসহ কয়েকজন শিশু ওই মাঠে খেলা করছিল। এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারালে চাকার তলে পড়ে শিশু জিসান। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামজামি ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামির আলী ঢাকাটাইমসকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রশিক্ষণার্থী তিতাসকে আটক করেছে। পিকআপটি জব্দ করে ক্যাম্পে নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এলএ)